In its seventh year, Adda'r Pujo in Slough has become a beloved gathering for Bengalis in the UK, reminiscent of Kolkata's Maddox Square. To be held at the Slough Cricket Club from September 25 to 28, this year's event is the first in the UK to be hosted in a marquee pandal. The festival recreates the quintessential Bengali tea-stall culture, encouraging lively debates over endless cups of tea. The pandal will be adorned with Rangoli alpana, inspired by Karnataka's traditional patterns, creating a vibrant tapestry of colour and tradition. The festival will also feature illuminations inspired by Chandannagar.
রানিমা'র শহর লন্ডন এখন দুর্গই বটে। ইউরোপের মূল ভূখণ্ড থেকে নিজেকে আলাদা করে নিতে চায় এখন এখানকার মানুষ। 'ডিল' না 'নো ডিল'— এই নিয়ে চুলোচুলি চলছে এখন। মায়ের এ বারে আগমন কিসে যেন! দোলা না হাতি না ঘোড়া কে জানে, তবে মা আসছেন ব্রেক্সিটের টালমাটালে চড়ে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। পাউন্ড-ইউরো টাল খাচ্ছে, পার্লামেন্ট বন্ধ করে গ্রেট ব্রিটেন প্রহর গুনছে কী এক যেন ঝোড়ো হাওয়ার। তবু মা জননীর কি আর হেলদোল আছে? তিনি প্রতিবারের মত হাতে অস্ত্রশস্ত্র নিয়েও, সিকিউরিটির শ্যেনদৃষ্টিকে কলা দেখিয়ে এসে হাজির। আবার টেমসের তীরে বাঙালির বচ্ছরকারের উৎসব শুরু হয়ে গিয়েছে। পুরনো নতুন সব পুজোর কর্মকর্তারা নড়ে চড়ে বসেছেন, বাবু বিবিরা ট্রাঙ্ক ঝেড়ে বের করেছেন গরদ, জারদৌসি কিম্বা ধাক্কা দেওয়া ধুতি।